১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


বাংলাদেশের আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়্যার

-


বাংলাদেশের আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলেছে বিজিডি ই-গভ সার্ট। তারা বলেছে, সম্প্রতি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের ম্যালওয়্যারের আলামত পাওয়া গেছে। তাই সতর্ক থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট এই সতর্কবার্তা দিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট সরকারের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়্যারগুলো সামগ্রিকভাবে ইনফো স্টিলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়্যার আইটি অবকাঠামোয় লগইনের তথ্য যেমন ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তা সাইবার অপরাধীদের কাছে পাঠায়। অপরাধীরা এসব তথ্য বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনায় ব্যবহার করে।

বিজিডি ই-গভ সার্ট বলেছে, ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানও এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। সম্প্রতি এ ধরনের ম্যালওয়্যার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে। বাংলাদেশে এ ধরনের ম্যালওয়্যারের অস্তিত্ব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
ম্যালওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পেতে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা, অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতের পরামর্শ দিয়ে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট।

 


আরো সংবাদ



premium cement
নীলফামারীতে অটোচালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কি অবস্থান পরিবর্তন করলো? কোর্ট ফি’র ৫ শতাংশ বেনাভোলেন্ট ফান্ডে দেয়া ও আদালত অঙ্গন দুর্নীতিমুক্ত করার দাবি বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ‘রাসূল সা:-এর সীরাত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে’ বাবুগঞ্জের স্কুলছাত্রী তামান্না হত্যা মামলার ২ আসামি গ্রেফতার মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে

সকল